আরসিবি ম্যাচের প্রস্তুতি, শুরু আত্মবিশ্বাসী শ্রেয়সদের

সোমবার কলকাতা ফ্র্যাঞ্চাইজির ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলেই ফিটনেস ট্রেনিংয়ে মেতেছেন শ্রেয়স আইয়াররা।

Must read

মুম্বই, ২৮ মার্চ : গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। একই সঙ্গে গতবারের ফাইনালে হারের বদলাও নিয়েছেন নাইটরা। সব মিলিয়ে কেকেআর শিবির রীতিমতো ফুরফুরে মেজাজে।
সোমবার কলকাতা ফ্র্যাঞ্চাইজির ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলেই ফিটনেস ট্রেনিংয়ে মেতেছেন শ্রেয়স আইয়াররা। ওয়াটার অ্যারোবিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। এবং তা সুইমিং পুলের ভিতরেই। মজার এই ভিডিওতে ধরা পড়েছে কেকেআর ক্রিকেটারদের মজাদার ফিটনেস ট্রেনিং। যার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন শ্রেয়সরা।

আরও পড়ুন-প্লাস্টিকের চেয়ার, ক্ষোভ ব্রেবোর্নে

বুধবার পরের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যারা আবার প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের কাছে হেরেছে। তাই বলে বিরাট কোহলিদের হাল্কাভাবে নিচ্ছেন না শ্রেয়সরা। তাই সোমবার সন্ধেবেলাতেই নেটে নেমে পড়লেন নাইটরা। শুরু করে দিলেন আরসিবি ম্যাচের প্রস্তুতি। অধিনায়ক শ্রেয়স এবং অজিঙ্ক রাহানেকে দেখা গেল দীর্ঘক্ষণ ব্যাট করতে। প্রথম ম্যাচে ৩৪ বলে ৪৪ রান করে দলকে ভরসা দিয়েছেন রাহানে। অভিজ্ঞ ব্যাটার সিএসকে ম্যাচের পর জানিয়েছিলেন, কোচ ব্রেন্ডন ম্যাকালাম ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই মন্ত্রেই তিনি সফল। এবার আরসিবি ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া রাহানে।

আরও পড়ুন-এমসিজিতে বুধবার শেষ বিদায়, মূর্তির নিচে এখনও ভিড় ওয়ার্নির টানে

রাহানের মতোই জাতীয় দলের সীমিত ওভারের দলে আরেক ব্রাত্য উমেশ যাদবও প্রথম ম্যাচে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট দখল করেছিলেন উমেশ। এবারের নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন বিদর্ভের অভিজ্ঞ পেসার। তবে একেবারে শেষ রাউন্ডে উমেশকে ২ কোটি টাকায় কিনেছিল কেকেআর। প্রথম ম্যাচেই আস্থার মান রাখেছেন তিনি।

Latest article