ইতালির কোচ থাকছেন মানচিনিই

৫৭ বছরের মানচিনি এরপরও দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার কথা ভাবছেন না। ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারাও তাঁকে স্বপদে রেখে দেওয়ার কথা জানিয়েছেন।

Must read

রোম, ২৮ মার্চ : কাতার বিশ্বকাপে ইতালিকে পৌঁছে দিতে না পারলেও রবার্তো মানচিনি এখনই দলের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন না। তিনি ইতালির কোচ হিসাবে থেকে যাচ্ছেন, জানিয়েছেন মানচিনি স্বয়ং।
মানচিনির হাত ধরে গত জুলাইয়ে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে টাই ব্রেকারে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিল ইতালি। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে ০-১ হেরে তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। ৫৭ বছরের মানচিনি এরপরও দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার কথা ভাবছেন না। ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারাও তাঁকে স্বপদে রেখে দেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন-আরসিবি ম্যাচের প্রস্তুতি, শুরু আত্মবিশ্বাসী শ্রেয়সদের

মানচিনি বলেছেন, ‘‘আমি ইতালি ফুটবল ফেডারেশনের প্রসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনার সঙ্গে কথা বলেছি। কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে“। কেন তিনি দায়িত্ব ছাড়তে চান না, প্রশ্ন করা হলে মানচিনি বলেন, ‘‘কারণ আমার বয়স কম। অমি ইউরো কাপ ও সেইসঙ্গে বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। কিন্তু বিশ্বকাপ জিততে আরও সময় লাগবে“।

আরও পড়ুন-প্লাস্টিকের চেয়ার, ক্ষোভ ব্রেবোর্নে

২০১৮-তে ইতালির কোচ হয়ে এসেছিলেন মানচিনি। তাঁর সঙ্গে আরও চার বছরের চুক্তি রয়েছে ফুটবল ফেডারেশনের। তুরস্কের সঙ্গে ফ্রেন্ডলির পর মানচিনি এবার জুনে নেশনস কাপে জার্মানি, হাঙ্গেরি ও ইংল্যান্ড ম্যাচের দিকে নজর দেবেন। সেখানে যে কিছু পরিবর্তনের কথা তিনি ভেবে রেখেছেন, তাও জানিয়েছেন ইতালি কোচ। তাঁর কথায়, ‘‘তরুণদের দিকে নজর দেব। এটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান দলের সঙ্গে কয়েকজন তরুণকে যুক্ত করতে পারলে এই দল বিশ্বকাপ জিততে পারে। দলে কিছু পরিবর্তন হবে। পরের ম্যাচ থেকেই সেটা আপনারা দেখতে পাবেন“।
মানচিনি আরও জানিয়েছেন, তাঁদের এখন লক্ষ্য হল ইউরোতে কোয়ালিফাই করা। দু’বছরের মধ্যে এই টুর্নামেন্ট। এখন তাই সেদিকেই নজর দেবেন তাঁরা।

Latest article