২৪৫০ মেট্রিক টন ইলিশ দুর্গাপুজোয় পাঠাচ্ছেন হাসিনা

Must read

প্রতিবেদন : বন্ধুত্ব ও সম্প্রীতির নিদর্শন হিসেবে আসন্ন দুর্গাপুজোয় ২৪৫০ মেট্রিক টন ইলিশ (Ilish-Bangladesh) ভারতে রফতানির অনুমতি দিল হাসিনা সরকার (Sheikh Hasina Government)। ভারত (India) সফরের প্রাক্কালে বাংলাদেশ বাণিজ্যমন্ত্রক ৪৯টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দিল। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবে।
তবে এবার ইলিশ (Ilish-Bangladesh) রফতানির ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—(১) রফতানি নীতি ২০২১-২০২৪ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। (২) শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। (৩) প্রতিটি কনসাইনমেন্ট শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র রফতানি-২ শাখায় দাখিল করতে হবে। (৪) অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না। (৫) অনুমতির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনওরূপ বিধি-নিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে। (৬) সরকার প্রয়োজনে যেকোনও সময় ইলিশ রফতানি বন্ধ করতে পারবে। (৭) অনুমতি কোনওভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক ব্যতীত সাব-কনট্রাক্টে রফতানি করা যাবে না।

আরও পড়ুন: হারলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ

এদিকে তিনদিনের ভারত সফরে সোমবার নয়াদিল্লি এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে তাঁর। সংবাদ সংস্থা সূত্রের খবর, জলবণ্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি-সহ সাতটি চুক্তি সই করা হতে পারে।

Latest article