‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
এবার
তোমার
কেন দেখা নেই,
অনেকদিন দেখিনি রাস্তায়
কোথায় গেলে
কোথায় গেলে
কাঁদে কথার দিস্তা।
বন্ধু তুমি কেমন আছ?
কোন সুদূরের পারে
আকাশ কেন গম্ভীর হল
এসো হাসিমুখে ফিরে।
আজকে তোমার বিরহ বেদনা
আমার হৃদয়ে জাগে
ধরণীর কোলে জন্ম নাও
ফিরে এসো এবার আগে।
আরও পড়ুন-বন্দুকবাজের হামলায় মৃত ৫