‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-জেসিবির ধাক্কায় মৃত কনস্টেবলের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা
কুটির
পর্ণকুটিরে শিহরে শিহরিত হয়ে
ঢুকে পড়েছে পূর্ণিমার চাঁদ
মাটির ছোট্ট কুটিরে।
যখন ঢুকেই পড়েছো চাঁদ
পাহারা দিয়ো তারাদের
জাগিয়ে দিও সূর্যসুন্দর বিবেক
চেতনার রং যেন বসন্তে হয় সবুজ।
হৃদয় শতদলের বক্ষ থেকে
মানবিক পুষ্পবৃষ্টি করো
চাঁদের আলোয় ঘুচিয়ে দিও অন্ধকার
দূর করে দিও অমাবস্যার কালো।
সন্ধ্যাতারাকে বালিশ করে
বিছানা পেতে নিও
আর ধ্রুবতারাকে সাথে নিয়ে
মাটির কুটির আলোতে ভরে দিও।
মানুষের পৃথিবীতে নেমে এসে
মাটিকে দেখা দিও
আকাশ মাটিকে একাকার করে
মাটিকে আকাশে ঘর বাঁধতে দিও।