‘জাগোবাংলা’য় (Jago Bangla)শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিজেপি ছেড়ে তৃণমূলে
তুচ্ছ
জানি না কোন অপরাধে
শুধু গালাগালি মোরে বাঁধে।
সাধারণের হয়ে কথা বলার বলো
বাধা-বিঘ্ন তুচ্ছ করে চলো।।
হৃদয় কাঁদে, যদি মানুষ কাঁদে,
মানুষের শত্রুরা তাই বাদ সাধে।
নীরবে-নিঃশব্দে সহ্য করতে দিও
লড়ার জন্য তব শক্তি দিও।।
আজ আছি মোরা কাল থাকবো না
তবে কি মানুষের কথা ভাববো না?
যে জন দিবসে ভয়েতে মরেছে
জন্মভূমি তার মৃত্যু হয়েছে।।
গাহি তাহাদের জন্য গান-তান
যাদের জন্য এ পৃথিবী হয়েছে মহান
যাদের রক্তে সব কিছু পেলাম
সে মাটি কেন হবে গোলাম।।
মা-মাটি ও মানুষের শুভেচ্ছা
পেতে হলে চাই জীবন সদিচ্ছা
ভালবাসা হলো জীবন তৃষ্ণা
মানবিকতার নাম মানবকন্যা।।