‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-হিডকোর এমডি সঞ্জয় বনসল
ভাবো
সন্ত্রাসে বিষণ্ণ বাগদত্তা
আকাশে বিষণ্ণ মেঘ
বর্ষায় বিষণ্ণ রাস্তার ধুলো
সমুদ্রে বিষণ্ণ ভেজা তুলো।
ধানের গোলায় বজ্রপাত
মানুষের ঘর উজাড়
খেতের ওপর কালো নিশানা
কোথায় শান্তির পাহাড়?
বসন্তের বর্ণে দীর্ঘশ্বাস
মুমূর্ষু বর্ণের ফুলবাগিচা
ঘন অরণ্যে আগুনের ছাই
জ্বলনে বিধ্বস্ত করমচা।
উদ্ভ্রান্ত হৃদয়ের দীর্ঘশ্বাস
চোখের তারায় ক্লান্তি
শীতের ঝরাপাতার নিঃশ্বাস
হাজারবার কাঁদো শান্তি!
খাঁচায় বন্দি সবুজ ফসল
নিষ্ঠুরতায় নির্মমতার গন্ধ,
বাগদত্তা বাজাও ব্যাকুল
বাঁশরী সন্ত্রাসে হয়ো না স্তব্ধ।