‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ধর্মনিরপেক্ষতা এখন কোথায়! সংখ্যাগুরুর দাপটে কাঁপছে শিক্ষা
কফিন
সব ছিন্নভিন্ন
সব কলুষিত
প্রতীক্ষার চেহারা ও প্রত্যাশিত
সবই সন্ধ্যালগ্নে ব্যাহত।
সুললিত সুকৃতি আহত
বেদনা কি তবে ব্যথিত?
প্রচ্ছদ একেবারে সাদা
শবদেহের কফিন!
মালাটা কোথায়?
ফুলগুলো কি ঝরে গেছে?
হ্যাঁ, তবে বৃন্তটা আছে।
তাকিয়ে আছে ফ্যাকাশে মুখে
কে কাকে দেখে?
ভবিতব্য।