‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ফের বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর
শুভ নববর্ষ উপলক্ষে
পুরনো বছরের শেষে নূতন বছরের আগমন
আকাশ বাতাস ভেদ করে শুভদিন
বয়ে আনে নূতন বাতাস—
মানুষের নিত্যনূতন আশায়
বুক ভরা স্নেহ ভালোবাসায়
দিনটিতে করে তোলে মনোরম!
সমস্ত দুঃখ বেদনা ভুলে
এই দিনটিকে করে তোলে শুভ
পরিণত শুভ হবে বলে।
কিন্তু! যুগের পর আসে যুগ
বছরের পর আসে বছর
পরিণতি তো সুখের হয় না
তবে কেন এ শুভর আগমন
অশুভ ঘূর্ণির অশান্ত বাতাসকে
ক্ষণিকের জন্য শান্ত সমাহত করতে।