ফের বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর

যদিও এটা নতুন কিছু নয়, ফের একবার বন্দে ভারতকে (Vande Bharat) লক্ষ্য করে পাথর ছোড়া হল। পাথরের আঘাতে জানলার কাঁচে ফাটল ধরেছে

Must read

যদিও এটা নতুন কিছু নয়, ফের একবার বন্দে ভারতকে (Vande Bharat) লক্ষ্য করে পাথর ছোড়া হল। পাথরের আঘাতে জানলার কাঁচে ফাটল ধরেছে। কে বা কারা পাথর ছুড়ল সেটা যদিও জানা যায়নি। তবে এই ঘটনায় যাত্রীরা বেশ আতঙ্কিত। এর আগেও বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েকবার পাথর ছোড়া হয়েছিল। এর ফলে নজরদারি বাড়ানো হয়ছিল।

আরও পড়ুন-বরানগরে উদ্ধার একই পরিবারের ৩ প্রজন্মের রক্তা.ক্ত মৃত.দেহ

রেল সূত্রে খবর, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির পথে রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। মালদা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর হঠাৎ উড়ে আসে একটি ইট। সেটি গিয়ে লাগে সি এইট কোচের জানলার কাঁচে। সেই সময় জানলার ধারে এক মহিলা ও দুই শিশু বসেছিল। এই ঘটনায় যদিও কেউ আহত হননি। বন্দে ভারত চালু হওয়ার পর থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা বেশ কয়েকবার বিভিন্ন রাজ্যে ঘটেছে। প্রথমবার দক্ষিণ দিনাজপুরের সামসির কুমারগঞ্জে ট্রেন লক্ষ করে পাথর ছোড়া হয়। এরপর বিহারের কিষাণগঞ্জ থেকে ট্রেন পেরোলে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ওই ঘটনায় ৩ নাবালককে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, মালদা স্টেশনে নজরদারির পরিকল্পনা করা হচ্ছে।

Latest article