‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-অনেক হয়েছে, আর নয়
ফিরে
আবার আসবো ফিরে
এই পৃথিবীর কোলে,
জন্ম নেবো নিজের ঘরে
ভাঙা কুটীরের পাশের দুয়ারে,
চড়ুই ছানার আঁতুড় ঘরে
ধন্য হবো গো নতুন করে।
ছোট্ট কন্যার বেণীটি ধরে
আবার খেলা করবো নদীর ধারে
শামুক কুড়িয়ে আঁচলে ভরে
মালা গেঁথে দেবো সবার তরে।
শালিক পাখির ডানায় ডানায়
রঙ করে দেবো ফাগুন ভোরে
পায়রার সাদা ডানায় ডানায়
শান্তি আনবো তোমার আঙিনায়
এক গোছা কালো চুলের সাথে
কোকিলকে বসাবো চুলের ঝাঁকে,
সবুজ খেতের শস্যের ধারে
সূর্যমুখী হয়ে ফুটবো নতুন করে
রাঙামাটির আঁকা বাঁকা পথে
হেঁটে বেড়াবো লাল ধুলোর সাথে
ছোট ছোট চুনোপুঁটির মাঝে
মানারে মৎস্যকন্যার সাজে।
এক ঝাঁক পাতিহাঁসের মাঝে
মিশে যাবো সাঁতার কাটার সাথে।
পদ্মপাতা আর শালুকের মাঝে
কাদা মেখে নেবো তাদের সাজে
পুকুরের জলে স্নান করে নেবো
গ্রামকন্যা হয়ে ফিরে যাবো
আসবো ফিরে শান্তির কোলে
ধন ধান্যে সুগন্ধির সকালে।