‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ ভোট রাজ্যের চার আসনে
জোছনা
আমি রাত্রির জোছনা
আঁধার ঘোচানোর সাধনা
আমার দুচোখে তারা
নইকো মোরা দিশাহারা।।
তুমি রাত্রির ছলনা
দুঃখ সহ্য কোরো না
তুমি অভাব জানো না
আমোদ-প্রমোদের ঘরানা।।
আমি মানুষের সকাল
মধ্যাহ্নে আমি বিকাল
সন্ধ্যার আভায় লাল
রাত্রিতে সবার হাল।।
থাকি চন্দ্রের কাছাকাছি
তারার ছটা ভালোবাসি
মেঘের ফাঁকে শুধু ভাসি
সর্বত্র মানুষের কাছাকাছি।।
মাটিতে আমি প্রজাপতি
সন্ধেতে হই আগরবাতি
দুঃখে আলোর ঝাড়বাতি
প্রয়োজনে থাকি সারারাতি।
এটাই আমার চলার বিস্ময়
তুমি সুয়োরানির প্রত্যয়
আমি দুয়োরানির আশ্রয়
তাই আঁধারে-আলোর বরাভয়।।