আজ ভোট রাজ্যের চার আসনে

মোট ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি ১২ হাজার ৬০১ কোম্পানি রাজ্য পুলিশও মোতায়েন হবে।

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মঙ্গলবার রাজ্যের ৪ আসনে ভোট নেওয়া হবে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনগুলিতে ৭৩ লক্ষ ৩৭ হাজার ৬৫১ জন ভোটার ৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। চারটি কেন্দ্রের মধ্যে সর্বাধিক প্রার্থী রয়েছেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে- ১৭ জন। সব থেকে কম প্রার্থী মুর্শিদাবাদে -১১ জন। এই দফায় মোট মহিলা প্রার্থীর সংখ্যা তিনজন। ভোটগ্রহণ সকাল সাতটায় শুরু হবে। মোট ৭৩৬০টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ২৮৩০টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত বুথেই থাকছে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা। তৃতীয় দফার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি ১২ হাজার ৬০১ কোম্পানি রাজ্য পুলিশও মোতায়েন হবে।

আরও পড়ুন-আম-রাজ্যে আমের আদলে মডেল বুথ

এর মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১৪৪ কোম্পানি। তৃতীয় দফায় শুধু মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে। দুই আসনের জন্য ১৯০ কোম্পানি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে- ১১৪ কোম্পানি, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে- ৬৪ কোম্পানি ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে- ১২ কোম্পানি বাহিনী থাকবে।

আরও পড়ুন-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাংলায় ৬০ কিমি বেগে বইল ঝড়

এর পাশাপাশি ওইদিন মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ওই বিধানসভা কেন্দ্রের ২ লক্ষ ৫৭২১০ জন ভোটদাতা ৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

Latest article