‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সূর্যযান আদিত্যর অন্যতম কারিগর বাদুড়িয়ার জয়ন্ত
সত্য
সত্য তোমার পূর্ণ প্রকাশ
দেখবো আবার কবে
তুমি যে সত্য অনাথ নও
অনাদিকাল অনন্ত রবে।।
পূর্ণ গ্রহণ গ্রাস করেছে কি
গ্রাসাচ্ছাদনের যবনিকা ধরে
যদি তা না হয় আংশিক গ্রহণ
এসো সত্যের সত্যপথ ধরে।।
পথের দিশায় পথ বাদশা
সাম্রাজ্য তোমার গঙ্গার তীর
ক্লান্ত হলেও ভুলে যেও না
শান্ত পাখির নীড়।।
চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবী
তোমায় বাঁচবে আঁকড়ে
গণ্যমান্য পথিক দেবতারা
বাঁচবে সত্যকে ঘিরে।।
আজ কেন সত্য হারিয়ে গেছে
পিতার মা তবে কি সে অপহরণ?
তা যদি না হও দেখাও আলো আলো,
আলো ঝরনার বর্ষণ।।