সংবাদদাতা, ঝাড়গ্রাম : উচ্চশিক্ষিত পুলিশকর্মীরা এবার উর্দি ছেড়ে জঙ্গলমহলের অবৈতনিক সরকারি কোচিং কেন্দ্রে শিক্ষকতা করবেন। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে সাপধরা গ্রাম পঞ্চায়েতের প্রণবানন্দ বিদ্যামন্দিরে শুরু হয় এই কর্মসূচি। সেখান থেকে জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতে একটি করে মোট ৭৯টি অবৈতনিক কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা (Arijit Sinha)। তিনি বলেন, ‘‘এগুলিতে এমএ-বিএ পাশ উচ্চশিক্ষিত পুলিশকর্মীরা পড়াবেন। তাঁদের পুলিশের ডিউটি দেওয়া হবে না। ২২৩১ জন ছাত্রছাত্রী নিয়ে চালু হল। ছাত্রছাত্রীরা উৎসাহ পেলে আরও কিছু সেন্টার খুলব। পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের সপ্তাহে ৬ দিন কোচিং দেওয়া হবে। তাদের থেকে কোনও পারিশ্রমিক নেওয়া হবে না। যে পুলিশকর্মীরা পড়াবেন তাঁদেরও আলাদা পারিশ্রমিক নেই। স্বেচ্ছায় কাজ করতে চাইলে নেব।’’ তিনি (Arijit Sinha) জানান, ‘‘প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তিন বছর আগেই লক্ষ্যভেদ কোচিং সেন্টার চালু হয়। অতিমারির জন্য বন্ধ আছে। ফের চালুর কথা চলছে। শিক্ষক পাওয়া গেলে এগারো-বারো ক্লাসের ছাত্রছাত্রীদের জন্যেও কোচিং সেন্টার হবে। গ্রামীণ এলাকার যেসব ছাত্রছাত্রীর প্রাইভেট টিউশন পড়ার ক্ষমতা নেই তাদের কথা ভেবেই অবৈতনিক দিশা কোচিং সেন্টারগুলি চালু করা হল।’’
আরও পড়ুন: খেতমজুর সংগঠনের কার্যালয় উদ্বোধন করে রাজ্য সভাপতির ঘোষণা: কৃষকদের প্রকৃত বন্ধু তৃণমূল