অঙ্গদান এবং মরণোত্তর দেহদানে কলকাতা পুলিশ বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানালেন পুলিশ কমিশনার সোমেন মিত্র। কলকাতা পুলিশের এক ভার্চুয়াল বৈঠকে এই আবেদন জানান তিনি। জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত ফর্ম পুলিশকর্মীরা পেয়ে যাবেন৷
আরও পড়ুন-৯ বছর পর লভলিনার হাত ধরে অলিম্পিক বক্সিংয়ে পদক ভারতের
পাশাপাশি, কলকাতার প্রতিটি থানায় একটি করে আধুনিক ফ্রন্ট ডেস্ক, ইনভেস্টিগেশন রুম, ইন্টার-অ্যাকশন রুম তৈরির কথাও বলেছেন পুলিশ কমিশনার৷ সম্প্রতি প্রায় প্রতিটি থানায় আধুনিক মালখানা, ব্যারাক ইত্যাদি তৈরি করা হয়েছে। এছাড়া, থানাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। থানায় পুরনো নথিপত্র থাকলে তা কলকাতা পুলিসের আর্কাইভে রাখতে হবে।কোন থানা কত ভালো সাজিয়েছে, তা বেছে সেরা থানাকে পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।