কাঁকুলিয়া খুনের তথ্য পেল পুলিশ

শনিবার জোড়া খুনে অভিযুক্ত ভিকিকে নিয়ে ডায়মন্ড হারবারে তল্লাশি চালায় লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ।

Must read

প্রতিবেদন : কাঁকুলিয়া হত্যাকাণ্ডের নয়া মোড়। লুঠপাটের উদ্দ্যেশেই কর্পোরেট কর্তার বাড়িতে ঢুকেছিল অভিযুক্তরা। লুঠের পরই ছিল খুনের অভিঃসন্ধি। ধৃত মূল অভিযুক্ত ভিকি হালদার-সহ ধৃতদের জেরায় এমনই তথ্য পেয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নিহত কর্পোরেট কর্তা সুবীর চাকীর একাধিক ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ফোন।

আরও পড়ুন-রেলের কাজ শেষ করার অনুরোধ

শনিবার জোড়া খুনে অভিযুক্ত ভিকিকে নিয়ে ডায়মন্ড হারবারে তল্লাশি চালায় লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। মগরাহাট খালে ডুবুরি নামিয়ে ঘণ্টা দুয়েক তল্লাশি চালানো হয়। প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সাতসকালে শহরের গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে বাড়ির মধ্যেই উদ্ধার হয় আইটি কর্তা এবং তাঁর গাড়ির চালকের দেহ।

এই ঘটনায় গত ১ নভেম্বর কাঁকুলিয়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ভিকিকে গ্রেফতার করে পুলিশ। মুম্বইয়ের একটি ৪৮ তলা নির্মীয়মান বহুতলের থেকে তাকে গ্রফতার করা হয়। তার সঙ্গেই গ্রফতার হয় ভিকির সঙ্গী শুভঙ্কর মণ্ডল। ট্রানজিট রিমান্ডে তাদের কলকাতা আনা হয়। ঘটনার কিনরা করতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই পুলিশের হাতে উঠে এসেছে বহু তথ্য। ধীরে ধীরে মৃত্যু রহস্যের জট খুলছে। তবে পুলিশ সবকিছু খতিয়ে দেখে পদক্ষেপ নেবে।

Latest article