সংবাদদাতা, ঝাড়গ্রাম : লাঠি-বন্দুক ছেড়ে এবার রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন পুলিশ কর্মীরা। এই ছবি গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার ফেকোঁ এলাকায়। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পুলিশ এবার বেহাল রাস্তা মেরামতে হাত লাগাল। গোপীবল্লভপুরের ওই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। পিচ উঠে বেরিয়ে এসেছিল।
আরও পড়ুন-গ্রামীণ হাসপাতাল সুপার স্পেশালিটি
বড় বড় কংক্রিটের গুটি বেরিয়ে পড়েছিল। ঘটছিল ছোটখাটো দুর্ঘটনাও। ঘটতে পারত যেকোনও বড় দুর্ঘটনাও। তাই বেলিয়াবেড়া থানার পুলিশের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সময় এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ করতে দেখা গিয়েছে, আবার যানবাহন চালকদের সচেতন করেছেন পুলিশ। এবার রাস্তা সংস্কারের কাজে নেমে পড়ল পুলিশ কর্মীরা। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধির নেতৃত্বে রবিবার রাতভর খানাখন্দ মেরামতির কাজ চলছে। বন্ধ করা হচ্ছে খানাখন্দ। যাঁরা এই কাজ করছেন তাঁরা থানার পুলিশকর্মী।
আরও পড়ুন-মুর্শিদাবাদে ১৮০ কোটি টাকায় হচ্ছে নতুন রাস্তা
ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। যান চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল। যেকোনও সময় বড় পথ দুর্ঘটনা ঘটতে পারত। তার আগে রাস্তাটি মেরামত করে ফেলা হল পুলিশের পক্ষ থেকে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।