সংবাদদাতা, ভগবানপুর : সরকারি কন্যাশ্রী, সবুজসাথী, শিক্ষাশ্রী-সহ একাধিক সামাজিক প্রকল্প চালু থাকলেও অসচেতনতায় এখনও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল হয়নি। বয়ঃসন্ধিকালীন অস্থিরতা, অর্থনৈতিক ও সামাজিক কারণে এখনও আঠারো বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেয় অনেক পরিবার।
আরও পড়ুন-রাস্তা সারাইয়ে উদ্যোগী বিধায়ক
ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রভৃতি সামাজিক মাধ্যমে দুষ্ট লোকের খপ্পরে পড়েও ভবিষ্যৎ নষ্ট করছে অনেকে। সমস্যা রোধে ভূপতিনগর থানার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সভা হল বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষা নিকেতন হলে। প্রশাসনিক সুরক্ষার বিষয়ে ভগবানপুর থানার ওসি মহম্মদ আলি ছাত্রীদের আশ্বস্ত করেন। কন্যাশ্রী ক্লাবের সভাপতি ছাত্রী দীপশ্রী মাইতি ছাড়াও ছিলেন কন্যাশ্রী ক্লাবের নোডাল শিক্ষিকা সুপ্রিয়া মণ্ডল, শিক্ষক অসীমবিকাশ পন্ডা, অসিত শী প্রমুখ।