রাস্তা সারাইয়ে উদ্যোগী বিধায়ক

মঙ্গলবার রাতে সিউড়ি হাটজন বাজার রেলগেটের কাছে নিজে দাঁড়িয়ে থেকে রাস্তার বেহাল দশার মেরামতির কাজ তদারকি করলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরি।

Must read

সংবাদদাতা, সিউড়ি : মানুষের অসুবিধার কথা ভেবে মঙ্গলবার রাতে সিউড়ি হাটজন বাজার রেলগেটের কাছে নিজে দাঁড়িয়ে থেকে রাস্তার বেহাল দশার মেরামতির কাজ তদারকি করলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরি। বীরভূমের বেশ কয়েকটি রাস্তার সঙ্গে এই বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন তোলেন সংসদে।

আরও পড়ুন-ধৃত দুই জঙ্গির কাছে মিলল নিষিদ্ধ নথিপত্র

তিনি বলেন, হাটজন বাজারের ওই জায়গাতে ওভারব্রিজের কাজ থেমে আছে। কিন্তু মানুষের অসুবিধার শেষ নেই। তাই রাজ্য সরকার টেন্ডার ডেকে প্রায় ১৫-২০ লাখ টাকা খরচ করে রাস্তা সারাইয়ের উদ্যোগ নিয়েছে। আশা করছি পুজোর আগেই রাস্তা ঠিক হয়ে যাবে। জানা গিয়েছে, এই রাস্তার সঙ্গে আহমদপুর, সাঁইথিয়া, বোলপুর, সিউড়ি, দুবরাজপুরের যোগাযোগ রয়েছে। বিধায়ক বলেন, ‘আশা করি সিউড়ি তথা জেলার মানুষের আর অসুবিধা হবে না।’

Latest article