প্রতিবেদন : কাঁথি পুরসভা থেকে সারদা ফাইল লোপাট মামলায় এবার দলবদলু গদ্দারের ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে ফের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল কাঁথি থানার পুলিশ। বুধবার সৌমেন্দুকে এই নোটিশ পাঠিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন-বল্লাল সেনের গুরু প্রতিষ্ঠিত আদি কালীর পুজো চলছে ৯০০ বছর ধরে
পুলিশ এই মামলায় ইতিমধ্যেই কাঁথি পুরসভার কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রসঙ্গত, সারদাকর্তা সুদীপ্ত সেন আগেই বলেছেন, তৎকালীন কাঁথি পুরসভার পুরপ্রধান সৌমেন্দু অধিকারীকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। ২০২২ সালের ২৩ জুন কাঁথি থানায় মামলা দায়ের করেন কাঁথি পুরসভার বর্তমান পুরপ্রধান সুবলকুমার মান্না। অভিযোগ, সারদা সংক্রান্ত নথি পুরসভা থেকে গায়েব হয়ে গিয়েছে। এর ভিত্তিতে নড়ে চড়ে বসে কাঁথি পুলিশ। এর আগেও সারদার নথি গায়েব মামলায় তৎকালীন পুরপ্রধান সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করে কাঁথি পুলিশ।
আরও পড়ুন-এটা তোমার প্রাপ্য মেসিকে এমবাপে
একইসঙ্গে এই বিষয়ে আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে সারদাকর্তাকেও জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার তদন্তকারী দল। কাঁথি পুরসভা থেকে সারদার নথি কীভাবে গায়েব হল? কে বা কারা গায়েব করল? কার স্বার্থে বা নির্দেশে এমন কাণ্ড? এর পিছনে কোন চক্র সক্রিয় রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজছে কাঁথি থানার তদন্তকারী দল। প্রসঙ্গত, পুলিশকে সবরকমভাবে সহযোগিতা করতে সৌমেন্দুকে নির্দেশও দিয়েছে আদালত।