সংবাদদাতা, হুগলি : হুগলি গ্রামীণ পুলিশের (police) অধীন পোলবা থানার উদ্যোগে বৃহস্পতিবার সুলতানগাছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের (students) নিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিদ্যালয়ের যেসব ছাত্রী দু’চাকা বা চার চাকার গাড়ি নিয়ে যাওয়া-আসা করে, তাদের পথ-নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়।
আরও পড়ুন-অভাবী-মেধাবীদের নিখরচায় প্রশিক্ষণ
এর পাশাপাশি পোলবা থানার পুলিশকর্মীরা চার চাকা ও দু’চাকার যানবাহন চালকদের প্রত্যেককে হেলমেট পরা, সিট বেল্ট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ইত্যাদি বিষয় সম্পর্কে সতর্ক করেন। প্রতিটি গাড়িতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর স্টিকার লাগিয়ে দেন তাঁরা। স্কুলছাত্রীদের নিয়ে এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন হুগলির পোলবা থানার অফিসার ইনচার্জ বাপি হালদার।