প্রতিবেদন : পানিহাটি পুরসভার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলর অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত তথা বিজেপি কর্মী সঞ্জীব পণ্ডিত ওরফে বাপির বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। শনিবার দুপুরে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী সঞ্জীবের বাড়িতে যায়। সেখানে গিয়ে ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে তল্লাশি চালায় তদন্তকারীরা। বাড়ি থেকে বেশকিছু নথিপত্র ও গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায় পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে বা অভিযুক্ত আর কার সঙ্গে যোগাযোগ রাখত সব বিষয়ই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্নের তৃণমূলের (Trinamool Congress) কাউন্সিলর অনুপম দত্ত খুনের পরেই তৎপরতার সঙ্গে স্থানীয়দের সহায়তায় সুপারি কিলার অমিত পন্ডিত ওরফে শম্ভু পন্ডিতকে গ্রেফতার করে করে পুলিশ। তাকে জেরা করে খুনের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জীব পণ্ডিত ওরফে বাপিকে গ্রেফতার করা হয়।
এদিন বাপির বাড়ি দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। মূল অভিযুক্ত সঞ্জীব পণ্ডিতের বাড়িতে অন্য কোনও সদস্য না থাকায় স্থানীয় ৩ জন বাসিন্দাকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েকটি ব্যাঙ্কের পাস বই, এটিএম কার্ড, একটি সিম কার্ড সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে অভিযুক্ত বাপিকে হরিণঘাটায় জিয়াউলের বাড়িতেও নিয়ে যাওয়া হয়। জিয়াউলের ওপর যারা হামলা চালিয়েছিল তাদের সঙ্গে বাপির প্রত্যক্ষ কোনও যোগ আছে কি না সে ব্যাপারে নিশ্চিত হতে চান তদন্তকারীরা। তাই জিয়াউলের মুখোমুখি বসিয়ে দু’জনকে জেরাও করা হয়।