যেখানে মানুষ সুরক্ষা পেতে যায় সেখানেই বিপত্তি। মহিলা গিয়েছিলেন পুলিশ স্টেশনে (police station) পাসপোর্টের জন্য পুলিশি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে। হঠাৎ করেই পুলিশের বন্দুক থেকে ভুলবশত মহিলার মাথায় গিয়ে গুলি লাগল। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর প্রদেশের আলিগড়ে দুুপুর ২.৫০ মিনিট নাগাদ ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের জেএন মেডিক্যাল কলেজে আপাতত ভর্তি রয়েছেন ওই মহিলা।
আরও পড়ুন-গয়নাগাথা
গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য। ফুটেজে দেখা যাচ্ছে, ওই মহিলা এক পুরুষের সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলেন। টেবিলের ওপারে ছিলেন পুলিশের কর্তারা। উত্তর প্রদেশ পুলিশের সাব ইনসপেক্টর মনোজ শর্মা সেখানে উপস্থিত ছিলেন। মনোজ শর্মা নিজের সার্ভিস পিস্তল নিয়ে কিছু একটা করছিলেন। তখনই হঠাৎ করে ওই পিস্তল থেকে গুলি গিয়ে লাগে মহিলার মাথায়। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন মহিলা। টেবিলের ওপাশ থেকে বেরিয়ে আসেন মনোজ শর্মা। ততক্ষণে বিপদ যা হওয়ার হয়েই গিয়েছে।
আরও পড়ুন-বেনারসির বিবর্তন
এর পরেই যোগীরাজ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে একজন পুলিশ কর্মী হয়ে নিজের সার্ভিস পিস্তলের নিরাপত্তা নিয়ে কতটা সচেতন ছিলেন তিনি। মনে করা হচ্ছে, পিস্তল পরিস্কার করতে গিয়ে এই ঘটনা ঘটে। মহিলা গুরুতর অবস্থায় আপাতত ভর্তি রয়েছেন হাসপাতালে। অভিযুক্ত পুলিশ কর্মী এই মুহূর্তে ফেরার। তাঁকে খুঁজছে পুলিশ।
আরও পড়ুন-কিউ আর কোডে মিলবে সাগরমেলার তথ্য
মহিলার পরিবারের এই বিষয়ে বক্তব্য, বহুদিন ধরে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ওই মহিলার থেকে টাকা চাইছিল পুলিশ। মহিলাকে বার বার হেনস্থা করা হয়। পরিবার মনে করছে টাকা না দেওয়াতেই পুলিশ ওই মহিলার মাথায় গুলি করেছে। আলিগড় পুলিশের তরফে জানা গিয়েছে, পদ থেকে আপাতত সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মী মনোজ শর্মাকে।