কিউ আর কোডে মিলবে সাগরমেলার তথ্য

গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে গঙ্গাসাগরের সার্কিট হাউসে শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক।

Must read

সংবাদদাতা, সাগর : জলযান এবং গাড়ির গতিবিধির উপরে নজরদারি চালানোর জন্য জিপিআরএস ট্র্যাকিং ব্যবস্থা চালু হচ্ছে গঙ্গাসাগরে। এ ছাড়া কিউ আর কোডের মাধ্যমে পাওয়া যাবে মেলার যাবতীয় তথ্য। গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে গঙ্গাসাগরের সার্কিট হাউসে শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক।

আরও পড়ুন-অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে ধান, আলু আশঙ্কায় চাষিরা, নবান্নে জরুরি বৈঠকে কৃষিমন্ত্রী

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট প্রত্যেকটি দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পুলিশ সুপার কোটেশ্বর রাও, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, সহ-সভাধিপতি সীমান্ত মালি, অতিরিক্ত জেলাশাসক সাদ্দাম নাভাস, হরসিমরন সিং, ভাস্কর পাল, সৌমেন পাল সহ অন্যান্যরা। প্রত্যেক বছরই অত্যধিক কুয়াশার কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাতায়াতের পথে। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখেই এ বছর অত্যাধুনিক আলো ছাড়াও অ্যান্টি ফগলাইটের ব্যবস্থা রাখা হচ্ছে।

আরও পড়ুন-লোক আদালতের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না

পাশাপাশি যাত্রীদের যাতায়াতের জন্য এবারে কচুবেড়িয়া থেকে সমুদ্রতট পর্যন্ত একটি নতুন রাস্তা প্রসারিত করা হচ্ছে। অন্যদিকে প্রত্যেক বছরের মতো ই-স্নান এবং গোটা মেলা পরিচালনা করা হবে মেগা কন্ট্রোল রুম থেকে। মেলায় ডিজিটাল প্রযুক্তির উপরে জোর দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলায় যেসব তীর্থযাত্রীরা আসবেন তাঁদের হাতে যেমন একদিকে জিপিআরএস ব্যান্ডের ব্যবস্থা থাকছে ঠিক তেমনই মেলার কোথায় কী রয়েছে, টয়লেট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ ও অন্যান্য ব্যবস্থা— কিউ আর কোডের মাধ্যমে স্ক্যান করলেই জানতে পারবেন তীর্থযাত্রীরা।

Latest article