বদলাচ্ছে পোলিও টিকাকরণের নিয়ম

Must read

বর্তমানে শিশুদের পোলিও টিকার (Polio Vaccine) সাধারণত দুটি ডোজ দেওয়া হয়। তবে এবার থেকে আরও একটি ডোজ দেওয়ার নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে শিশুদের ৬ সপ্তাহ থেকে ১৪ সপ্তাহ বয়সের মধ্যে পোলিও (Polio Vaccine) টিকার দুটি ডোজ দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী ১৪ সপ্তাহ থেকে ৯ মাস বয়সের মধ্যে টিকার আরও একটি ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। টিকাকরণের নিয়ন্ত্রক সংস্থার ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ ও ইমিউনাইজেশন এই নিয়ম পরিবর্তনের ওপর নজর রাখছে। টিকার এই তৃতীয় ডোজ দেওয়া হবে শিশুর বাঁ হাতের ওপরের দিকে।

আরও পড়ুন: সিধু মুসেওয়ালা খুনে মূলচক্রী আটক ক্যালিফোর্নিয়ায়

আগামী বছর ১ জানুয়ারি থেকেই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাতে এই নতুন নিয়ম কার্যকর হয়, নয়া নির্দেশিকায় তা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিশেষজ্ঞ কমিটির একটি বৈঠকে তৃতীয় ডোজের পরামর্শ দেওয়া হয়।
একতি বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তৃতীয় ডোজ চালু করার আগে স্বাস্থ্যকর্মীদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি রাজ্যের স্বাস্থ্যদফতরের তরফে জেলাগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার কথাও বলা হয়েছে। দেশের প্রতিটি শিশু যাতে টিকা পায় সেদিকে নজর রাখবে কেন্দ্র।

Latest article