সিধু মুসেওয়ালা খুনে মূলচক্রী আটক ক্যালিফোর্নিয়ায়

Must read

গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala Murder Case) খুনে মূলচক্রী গ্যাংস্টার গোল্ডি ব্রারকে আটক করা হল। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থা, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং পাঞ্জাব পুলিশের কাছে গোল্ডিকে আটক করার বিষয়ে খবর পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সূত্রের তরফে ভারতের গোয়েন্দা সংস্থাকে গোল্ডিকে আটক করার বিষয়ে জানানো হয়েছে। শীঘ্রই ধৃতকে ভারতে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-জীবৌতিতে চিনা নৌঘাঁটি, ভারতকে সতর্ক করল পেন্টাগন

মুসেওয়ালা (Sidhu Moose Wala Murder Case) খুনের দায় স্বীকার করেছিলেন গোল্ডি। তার পর থেকেই তাকে খোঁজাখুঁজি শুরু করে ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি। এরপর আজ গোল্ডিকে আটক করার খবর মিলেছে। প্রসঙ্গত, চলতি বছরের ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় গায়ক সিধুকে নিজের গ্রাম মুসাতেই গুলি করে খুন করেন জনাকয়েক দুষ্কৃতী। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য অঙ্কিত সিরসা। গুলি চালানোর সময় সিধুর সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর এক তুতো ভাই ও বন্ধু। দু’জনেই গুরুতর আহত হন। সিধুর দেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর শরীরে মোট ১৯টি বুলেট লেগেছিল। গুলি লাগার ১৫ মিনিটের মধ্যে মৃত্যু হয় তাঁর। মুসেওয়ালা খুনের খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। এর ঠিক একদিন পরে অভিযুক্ত গোল্ডি ফেসবুকে পোস্ট করে জানায়, তার দলের দুই সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতেই তিনি মুসেওয়ালাকে খুন করার পরিকল্পনা নেওয়া হয়। ব্রার নিজেও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ‘ঘনিষ্ঠ’ সহযোগী বলে পরিচিত। ঘটনাচক্রে, সেই বিষ্ণোই-ই মুসেওয়ালা খুনের প্রধান অভিযুক্ত।

Latest article