ভোটের মধ্যেই মোদির গুজরাতে গরুকে ধাক্কা বন্দে ভারত এক্সপ্রেসের

Must read

এবার গুজরাতে দুর্ঘটনার কবলে মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express- cattle)। গুজরাতে বিধানসভা (Gujarat Assembly Election) নির্বাচনের দিন, বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে গান্ধীনগরগামী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি উদভাদা এবং ভাপি স্টেশনের মধ্যে ধাক্কা মারল গরুকে। পশ্চিম রেলের আধিকারিক সুনীল ঠাকুর জানিয়েছেন, সংঘর্ষের ফলে ট্রেনের সামনের প্যানেলে একটি ছোট ফাটল ধরেছে। বিধানসভা নির্বাচন চলাকালীন এমন ঘটনায় শাসক শিবিরের কিছুটা অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-খুন, পুলিশের বর্বরোচিত আচরণ, লাঠি-মারধর-ধুন্ধুমার

বৃহস্পতিবার গুজরাতে (Vande Bharat Express- cattle) প্রথম দফার নির্বাচন ছিল। গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদি নিজে এই ট্রেনের উদ্বোধন করেছিলেন। আর ঠিক ভোটের সময়ই দুর্ঘটনার মুখে পড়ল মোদির স্বপ্নের এই ট্রেন। যদিও বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও তিনবার গরু-মোষের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা লাগে। গতও ৮ নভেম্বর বিকেলে গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের আনন্দ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছিল।

Latest article