দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) রক্ষাকবচ চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal) কিন্তু হাইকোর্ট তাঁর পক্ষে রায় দেয় নি। ইডির গ্রেফতারি থেকে রক্ষাকবচ দেওয়া হয় নি। আজ বৃহস্পতিবার রাতেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দিল ইডির কর্তারা। অবশেষে তাঁকে গ্রেফতার করা হল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি।
আরও পড়ুন-নির্বাচন কমিশনার নিয়োগে প্রশ্ন তুলে দিল আদালত
ইতিমধ্যেই কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পরিমান আপ সমর্থক জড় হয়েছেন। ইডি ও দিল্লি পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে পৌঁছন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং অতিশী। প্রসঙ্গত, নয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তলব করেছিল অরবিন্দ কেজরীওয়ালকে। এদিনও তাঁকে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু আজও হাজিরা দেননি তিনি বলেই অভিযোগ।