মন্ত্রী-বিধায়ক-কর্মীদের নিয়ে সাইকেলে বাজারে, কিনলেন মাছ-সবজি

বর্ধমান দুর্গাপুর আসনে লোকসভা ভোটে তৃণমুলের টেক্কা হলেন কীর্তি আজাদ। রাম-বামেরা কেউই এখনও এই কেন্দ্রে তাদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বর্ধমান দুর্গাপুর আসনে লোকসভা ভোটে তৃণমুলের টেক্কা হলেন কীর্তি আজাদ। রাম-বামেরা কেউই এখনও এই কেন্দ্রে তাদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি। তৃণমূলের প্রার্থী তথা বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ এলাকায় এক দফায় প্রচার করে গিয়েছেন ভোট ঘোষণার আগেই। দ্বিতীয় দফায় ভোট না মেটা পর্যন্ত তিনি পাকাপাকি ডেরা বেঁধে থাকছেন ইস্পাতনগরীতে। এই কারণে বুধবারই তিনি দুর্গাপুর পৌঁছন।

আরও পড়ুন-রাজনৈতিক প্রতিহিংসা, গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবারই জেলা তৃণমুল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে সাইকেলেই বাড়ি থেকে প্রচারে বেরিয়ে পড়েন। ছিলেন দলের নেতা-কর্মীরাও। সাইকেল নিয়েই ইস্পাতনগরীর চণ্ডীদাস মার্কেটে বাজার সারতে চলে যান কীর্তি। পাশাপাশি চালিয়ে যান ভোটপ্রচারও। বাজার থেকে সবজি কেনেন বেছে বেছে। টাটকা সবজি পেয়ে খুশি মিথিলার সন্তান প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার। পরে তিনি যান মাছের বাজারে। মাছ খুব প্রিয় কীর্তির। তবে ইলিশ মাছ খাওয়ার সময় চোখে চশমা পরে নেন! কেননা ইলিশের কাঁটা গলায় বিঁধে যাওয়ার ভয় আছে। সাইকেল চালিয়ে তিনি তাঁর অস্থায়ী বাসভবন থেকে বেরিয়ে প্রচার সারতে সারতে সাইকেলেই চণ্ডীদাস মার্কেটে চলে গেলে তাঁকে দেখে সাড়া পড়ে যায় মানুষের মধ্যে। বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে এভাবে বাজারে দেখে সবাই বেশ অবাকই হন। প্রিয় ক্রিকেটার তথা তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে ভিড় জমে যায়। ৬৫ বছরের কীর্তি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট তা তাঁকে দেখেই বোঝা যায়। বাজারের বাইরে সাইকেল রেখে কীর্তি চলে যান সবজি বিক্রেতাদের কাছে। কিছু কিছু সবজি পছন্দ হওয়ায় কিনেও নেন তিনি। চণ্ডীদাস মার্কেটের সবজি বিক্রেতারা খুব খুশি ক্রিকেটারকে হাতের কাছে পেয়ে। পাশাপাশি এলাকাবাসীও তাঁর এই অভিনব প্রচারে উচ্ছ্বসিত।

Latest article