আইপিএল থেকে অবসর পোলার্ডের, এবার মু্ম্বইয়ের ব্যাটিং কোচ

রোহিত শর্মাদের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পাশাপাশি বিদেশি লিগে ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাবেন।

Must read

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিলেন কায়রন পোলার্ড। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না পোলার্ডের। রোহিত শর্মাদের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পাশাপাশি বিদেশি লিগে ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাবেন।

আরও পড়ুন-আইপিএল থেকে সরে গেলেন কামিন্স, হেলস

টানা ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন পোলার্ড। এর মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এদিন পোলার্ড লিখেছেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। আরও কয়েকটা বছর খেলার ইচ্ছে ছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। দলে কিছু পরিবর্তনের প্রয়োজন। আমি সরে গেলে এই প্রক্রিয়া সহজ হবে। আমার পক্ষেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা সম্ভব ছিল না। এবার থেকে আমি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের ভূমিকা পালন করব। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে অবশ্য খেলা চালিয়ে যাব।’’

আরও পড়ুন-নেতা হরমনপ্রীত

পোলার্ড আরও লিখেছেন, ‘‘আইপিএলের সফলতম দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই দলের হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। বিশ্বের কয়েকজন সেরা ক্রিকেটারকে সতীর্থ হিসেবে পেয়েছি। দলের কর্ণধার, সমর্থক, কোচ, ম্যানেজার এবং অন্যান্য কর্মীদের ধন্যবাদ। ওঁদের সহযোগিতা ছাড়া আমরা দল হিসেবে এত সাফল্য অর্জন করতে পারতাম না।’’ মুম্বই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে আইপিএলে ১৮৯টি ম্যাচ খেলেছেন পোলার্ড। ১৬টি হাফ সেঞ্চুরি-সহ মোট রান করেছেন ৩,৪১২। উইকেট নিয়েছেন ৬৯টি। এদিকে, বিদায়বেলায় পোলার্ডকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন শচীন তেন্ডুলকর, জসপ্রীত বুমরা-সহ বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকা।

Latest article