আইপিএল থেকে সরে গেলেন কামিন্স, হেলস

তিনজনেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গত মরশুমে। কামিন্স গত তিনটি মরশুমেই কেকেআরের জার্সি গায়ে খেলেছেন।

Must read

প্রতিবেদন : আগামী মরশুমের আইপিএলে খেলবেন না প্যাট কামিন্স। জাতীয় দলের জন্য বেশি সময় দিতেই ২০২৩ আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। কামিন্সের পথেই ইংল্যান্ডের দুই তারকা অ্যালেক্স হেলস এবং স্যাম বিলিংস। তাঁরাও পরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন। তিনজনেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গত মরশুমে। কামিন্স গত তিনটি মরশুমেই কেকেআরের জার্সি গায়ে খেলেছেন।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছেন জকোভিচ

মঙ্গলবার কামিন্স ট্যুইটারে নিজের সিদ্ধান্ত জানিয়ে লিখেছেন, ‘‘খুব কঠিন সিদ্ধান্ত নিতে হল আমাকে। সামনের বছর আইপিএলে আমি খেলতে পারছি না। আগামী ১২ মাসে টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে ঠাসা আন্তর্জাতিক সূচি। বিশ্বকাপ এবং অ্যাসেজ সিরিজের আগে কিছুটা বিশ্রাম নিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে হেলস এবং বিলিংসের সিদ্ধান্ত ব্যক্তিগত। কেকেআরের তরফে তিন তারকাকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করা হয়েছে।
খেলোয়াড় ধরে রাখার চূড়ান্ত সময়সীমা ছিল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত।

আরও পড়ুন-নেতা হরমনপ্রীত

নাইট ম্যানেজমেন্ট সূত্রের খবর, অ্যারন ফিঞ্চ, আজিঙ্ক রাহানের পাশাপাশি আফগান অলরাউন্ডার মহম্মদ নবি, শ্রীলঙ্কার অলরাউন্ডার চামিকা করুণারত্নেকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ মরশুমের জন্য লকি ফার্গুসন, মহম্মদ গুরবাজ, শার্দূল ঠাকুরকে দলে নিয়েছে কেকেআর। এদিকে সব বিতর্কের অবসান ঘটিয়ে রবীন্দ্র জাদেজা থেকে গেলেন চেন্নাই সুপার কিংসে।

Latest article