প্রতিবেদন : ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে একটি কেন্দ্রীয় পোর্টাল (Portal) চালুর কথা জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর। কিন্তু হাতে সময় কম থাকায় আগের বছর কথা থাকলেও সেই পোর্টাল চালু করা সম্ভব হয়নি। তবে এই শিক্ষাবর্ষ থেকেই এই পোর্টাল চালু হবে। এমনটাই খবর উচ্চশিক্ষা দফতর সূত্রে। এবছর হাতে অনেকটা সময় থাকায় পোর্টাল চালু করা যাবে আগামী শিক্ষাবর্ষ থেকেই। সেই কাজের প্রক্রিয়া চলছে। এতদিন স্নাতক স্তরে ভর্তি হতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে (Portal) আলাদাভাবে আবেদন করতে হত। কিন্তু উচ্চশিক্ষা দফতর বিষয়টি এক ছাতার তলায় আনতে অভিন্ন পোর্টাল চালুর উদ্যোগ নেয়। তার পরেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া অনলাইন করার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। পোর্টাল দেখভাল করবে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। রক্ষণাবেক্ষণও তারাই করবে। ভর্তির সময় সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে।