যোগীরাজ্যে চাকরির আকাল ডিগ্রি পুড়িয়ে আত্মঘাতী তরুণ

Must read

প্রতিবেদন : মোদি জমানায় দেশে কর্মসংস্থানের কী হাল, বুঝিয়ে দিল এই ছবি। ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশে বেকার যুবকদের চাকরি নেই। দীর্ঘ দিন ধরে চাকরির সন্ধান চালিয়ে রীতিমতো হতাশ হয়ে চরম সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বছর চব্বিশের তরুণ। আত্মহত্যার আগে নিজের সমস্ত ডিগ্রির সার্টিফিকেট আগুনে পুড়িয়ে দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজে। মৃত যুবকের নাম ব্রিজেশ পাল।

আরও পড়ুন- স্নাতকস্তরে ভর্তির জন্য চালু হচ্ছে পোর্টাল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছিলেন ওই যুবক। তবে বারবার ব্যর্থ হয়ে মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। শুক্রবার পুলিশ নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ওই তরুণ। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই নিজের সমস্ত শংসাপত্র পুড়িয়ে দেন ব্রিজেশ। এরপর আত্মহত্যার পথ বেছে নেন। এরপর তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোট খুঁজে পায় পুলিশ। সুইসাইড নোটে লেখা রয়েছে, যখন মানুষ কোনও চাকরিই পাবে না, তা হলে এত ডিগ্রি অর্জন করে কী লাভ? পড়াশোনা করেই আমি আমার অর্ধেক জীবন কাটিয়ে দিলাম। আমার মন ভরে গিয়েছে। ওই তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ব্রিজেশের মৃত্যুর কারণ হিসাবে বিজেপি সরকারকে সরাসরি দায়ী করেন তিনি। পোস্টে এসপি প্রধান লেখেন, ক্ষমতায় আসার জন্য বিজেপি সরকার নানারকম ছলচাতুরি করেছে। কর্মসংস্থানের ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি পূরণের সময় কারুর পাত্তা নেই!

Latest article