জোড়া গোল রোনাল্ডোর, ফের বড় জয় পর্তুগালের

Must read

রটারডাম, ২৭ মার্চ : ইউরো কোয়ালিফায়ারে ম্যাজিক অব্যাহত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Portugal- Cristiano Ronaldo)। চারদিনের মধ্যে দ্বিতীয়বার বড় ব্যবধানে জিতল পর্তুগাল। আর দ্বিতীয়বার জোড়া গোল করলেন রোনাল্ডো।
প্রথম ম্যাচে লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারিয়েছিলেন রোনাল্ডোরা। সেই ম্যাচে দু’গোল করেছিলেন তিনি। রবিবার লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই ম্যাচেও এক জোড়া গোল করেছেন সি আর সেভেন। এর ফলে ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল দাঁড়াল ১২২।
রোনাল্ডো ছাড়া পর্তুগালের হয়ে গোল করেন জোয়াও ফেলিক্স, বার্নার্ড সিলভা, ওটাভো এবং রাফায়েল লিয়াও। এই জয়ের ফলে জে গ্রুপে শীর্ষে রয়েছে পর্তুগাল। যারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল।
পর্তুগালের (Portugal- Cristiano Ronaldo) নতুন কোচ রবার্তো মার্টিনেজ ৩৮ বছরের মহাতারকার উপর ভরসা রেখে এই ম্যাচেও তাঁকে স্টার্টিং লাইন আপ-এ রেখেছিলেন। রোনাল্ডো কোচের এই ভরসাকে সম্মান জানিয়ে খেলার ৯ মিনিটেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। নুনো গোমেজের হেডে পা ছুঁইয়ে তিনি এই গোলটি করেন। এরপর খেলার ৩০ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে পুরনো মেজাজেই নিখুঁত প্লেসমেন্ট সহযোগে নিজের দ্বিতীয় গোলটি করেছেন রোনাল্ডো।
প্রথমার্ধে লুক্সেমবার্গকে এলোমেলো দেখালেও দ্বিতীয়ার্ধে তারা অনেকটা ভাল খেলেছে। কিন্তু গোলের মুখ দেখতে পায়নি। শেষদিকে তাদের অধিনায়ক লরেন্ট জান্স বক্সের মধ্যে লিয়াওকে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। আর এটাই ছিল তাদের পঞ্চম গোল। এরপর খেলা শেষের ঠিক ২ মিনিট আগে পর্তুগালের হয়ে ষষ্ঠ গোলটি করেছেন লিয়াও। আধ ডজন গোল খেয়ে লুক্সেমবার্গের আর ফেরার উপায় ছিল না।

আরও পড়ুন- আজ সামনে কিরঘিজস্তান, অলআউট যাবেন সুনীল

Latest article