আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Must read

প্রতিবেদন : আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Rain- West Bengal)। রবিবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বৃষ্টির (Rain- West Bengal) পরিমাণ আরও বাড়তে পারে। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হাওড়ায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী আরও চার থেকে পাঁচদিন সিকিম ও উত্তরের জেলাগুলিতে এই পরিস্থিতি চলবে।

আরও পড়ুন- জ্যোতির্বিজ্ঞানচর্চার প্রাণপুরুষ

Latest article