রায়গঞ্জের ২১৪ রাস্তার সূচনা আজ

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ: জেলায় জেলায় গ্রামীণ এলাকায় বিভিন্ন প্রান্তে রাস্তার সমস্যা সমাধানের পথ দেখাবে রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্প (Rasta Shree project)। রায়গঞ্জের ৯টি ব্লকে ও গ্রামীণ এলাকায় মোট ২১৪টি রাস্তা মেরামতি, সংস্কার ও নতুন রাস্তা (Rasta Shree project) গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফে ১০০ কোটি টাকা খরচ করে এই রাস্তার কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সবুজসঙ্কেত দিতেই কাজ পুরোমাত্রায় শুরু হয়ে যাবে। উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দকুমার মীনা বলেন, আমরা জেলা জুড়ে মোট ২১৪টি রাস্তা শনাক্ত করেছি। মোট ১০০ কোটি টাকা খরচ করে কাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন- আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Latest article