দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্নাতকোত্তর পঠনপাঠন শুরু

নতুন পালক যুক্ত হল দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে। মহকুমা হাসপাতালে শুরু হয়েছে মেডিক্যালের স্নাতকোত্তর পঠনপাঠন।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : নতুন পালক যুক্ত হল দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে। মহকুমা হাসপাতালে শুরু হয়েছে মেডিক্যালের স্নাতকোত্তর পঠনপাঠন। সোমবার জানালেন হাসপাতালে সুপার ডাঃ ধীমান মণ্ডল। প্রাথমিক পর্যায়ে তিনটি বিষয়ের পাঠ্যক্রম চালু হচ্ছে— পেডিয়াট্রিক বা শিশুরোগ, গাইনি বা স্ত্রীরোগ ও কান-নাক-গলা বা ইএনটি। তিন বছরের এই কোর্স শেষ হওয়ার পর তিনটি বিভাগে ছয়জন ডাক্তার হাসপাতালে যোগ দেবেন।

আরও পড়ুন-বিজেপির ভোট প্রচারে অয়নের টাকা

আগে কখনও এই ধরনের কোর্স মহকুমা হাসপাতালে করানো হত না বলে জানান সুপার। নিট পিজির মাধ্যমে প্রবেশিকা পরীক্ষা হয় এবং তাতে যাঁরা যোগ্যতামান উত্তীর্ণ হবেন, তাঁরাই এই কোর্সে যোগদান করতে পারবেন। অনলাইনে আবেদনের ভিত্তিতে অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে এই কোর্সে যোগদান করা যাবে। কোর্স দ্বিতীয় বছর চলছে। যাঁরা ডাক্তারি পড়ুয়া, তাঁদের জন্য এটা নিশ্চিতভাবেই বিরাট সুযোগ। সরকারি তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনা খরচে এই কোর্স পড়ানো হচ্ছে।

আরও পড়ুন-মিড ডে মিল নিয়ে কেন্দ্রের বক্তব্য একতরফা

হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীরা অনেকটাই উপকৃত হবেন। সোমবার ফের হাসপাতাল সাফাই অভিযান অনুষ্ঠিত হল। তাতে অংশ নিয়েছিলেন দুর্গাপুর লায়ন্স ক্লাব ও পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সদস্যরা। বিগত দিনেও আলাদা আলাদা সংস্থা ও ক্লাবকে দিয়ে এই ধরনের সাফাই অভিযান চালিয়েছেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান।

Latest article