মিড ডে মিল নিয়ে কেন্দ্রের বক্তব্য একতরফা

মিড ডে মিল নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না কেন্দ্র।

Must read

প্রতিবেদন : মিড ডে মিল নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না কেন্দ্র। জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিদের পরিদর্শনের পরে রাজ্যকে না জানিয়েই করা হল একতরফা রিপোর্ট পেশ। প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যুক্তরাষ্ট্রীয় নীতি এবং আদর্শ জলাঞ্জলি দেওয়ার অভিযোগ আনলেন কেন্দ্রের বিরুদ্ধে। সোমবার এই নিয়ে ট্যুইট করেছেন শিক্ষামন্ত্রী। লিখেছেন, কেন্দ্র এবং রাজ্যের যে কোনও যৌথ প্রকল্পেই জয়েন্ট রিভিউ মিশন থাকে, যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকেন।

আরও পড়ুন-সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন

১৩তম জয়েন্ট রিভিউ মিশন এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে মিড ডে মিল পরিদর্শন করে একটি রিপোর্ট জমা দিয়েছে। আশ্চর্যের বিষয়, ওই রিপোর্টে রাজ্য সরকারের প্রতিনিধি মিড ডে মিল প্রকল্পের রাজ্য অধিকর্তার সই থাকা তো দূরের কথা, রিপোর্টে কী আছে তাও জানানো হয়নি তাঁকে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ১৩তম জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে এ ব্যাপারে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তিনি। চিঠির উত্তর পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে। রাজ্যকে অন্ধকারে রেখে প্রতিনিধিদলের রিপোর্ট পেশের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাত্য বসু। তাঁর মন্তব্য, সংবিধান স্বীকৃত কেন্দ্র-রাজ্য সম্পর্ক যে কেন্দ্রীয় সরকার নিত্য লঙ্ঘন করে থাকে, এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।

Latest article