সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন

যে ভিডিও পাওয়া গিয়েছে তাতে লতিফের ছবি মিলেছে। এই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত ১২ সদস্যের সিট রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে।

Must read

প্রতিবেদন : সিবিআইয়ের কাছে লতিফ ফেরার। কিন্তু সেই লতিফই শক্তিগড়ে রাজু ঝা শুট আউটের দিনে উপস্থিত। কেন এতদিন লতিফকে ধরতে পারেনি সিবিআই? এই নিয়ে প্রশ্ন। তবে যে ভিডিও পাওয়া গিয়েছে তাতে লতিফের ছবি মিলেছে। এই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত ১২ সদস্যের সিট রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন-কোটায় ডাক্তারিতে ভর্তি, মানল সিপিএম

জিজ্ঞাসাবাদ করা হয় গাড়ির চালককেও। ব্রতীনের দাবি, লতিফকে সে চেনেই না। তদন্তকারীদের হাতে আসা তথ্য বলছে, ঘটনার দিন বীরভূমের ইলামবাজার থেকে ওই গাড়ির মালিক আবদুল লতিফ দুর্গাপুরে পৌঁছয়। তারই নির্দেশে বেনাচিতি থেকে ব্রতীন মুখোপাধ্যায়কে ওই গাড়িতে তুলে ফরচুন হােটেলের সামনে নামানো হয়। এরপর লতিফ, ব্রতীন, রাজু হোটেলে ঢুকে যায়। সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ তিনজনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির চালক নুর মহম্মদ বলেছে, ব্রতীন তাকে রজনীগন্ধা কিনতে বলেছিল। তারপরই গুলি চলে। প্রশ্ন, ঝালমুডি় নাকি রজনীগন্ধা। কোনটা ঠিক?

Latest article