সংবাদদাতা, হলদিয়া : ক্রমশ নিজের গড়েই পায়ের তলার মাটি হারাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari- Haldia)। তাঁর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন মানুষ। এবার সিবিআই তদন্ত চেয়ে পোস্টার পড়ল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। কারা মেরেছে তা স্পষ্ট নয়। তবে সোমবার সকাল থেকেই এই পোস্টারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহরে। পুরসভার কাছে দেওয়ালে, বন্দর সংলগ্ন পাকা সেতুর পিলারে ও শিল্পাঞ্চলের নানা জনবহুল জায়গায় পোস্টার পড়েছে। তাতে বিরোধী দলনেতার সাদা-কালো ছবি। ছবির কপালে লেখা ‘চোর চোর চোট্টা’। নি লেখা, ‘শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari- Haldia) বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই।’ শুভেন্দু একটা সময় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তখন তাঁর কথাই ছিল শেষ কথা। সেই শুভেন্দুর বিরুদ্ধেই এখন হলদিয়ায় পোস্টার পড়ছে। শিল্পাঞ্চলে তোলা আদায় থেকে নানা দুর্নীতিতে শুভেন্দু যুক্ত বলে একাধিকবার অভিযোগ উঠেছে। এই পোস্টার নিয়ে কোনও গোষ্ঠী বা রাজনৈতিক দল এখনও দায় স্বীকার করেনি। তবে শিল্পাঞ্চলের স্থায়ী বাসিন্দা থেকে শ্রমিকদের অধিকাংশ একমত— তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় শ্রমিক সম্মেলন করে যাওয়ার পর, আইএনটিটিইউসির তত্ত্বাবধানে একের পর এক কারখানায় ‘সিওডি’ তৈরি হচ্ছে। ফলে শ্রমিকদের মতামত গুরুত্ব পাচ্ছে। ঠিকাদারদের অধিকার ও দাদাগিরি ক্রমশ খর্ব হচ্ছে। যা অধিকারীদের আমলে হলদিয়াতে ছিল না। হলদিয়া জুড়ে শুভেন্দুদের চোখরাঙানির দিন শেষ। তাই তাঁদের জনপ্রিয়তা ক্রমশ তলানিতে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। অবশ্য এই পোস্টার লাগানোর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন মহাপাত্র।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আরেক অবদান: সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন চালু