দেবর্ষি মজুমদার, শান্তিনিকেতন : সকালে প্রভাতফেরির মাধ্যমে বিকল্প পৌষমেলার (Poush Festival) সূচনা হল। দ্বারোদ্ঘাটন করেন ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মেলামঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপনকুমার দত্ত, সুপ্রিয় ঠাকুর, সাংসদ অসিত মাল। স্বাগত ভাষণ দেন মেলা কমিটির আহ্বায়ক মনীষা বন্দ্যোপাধ্যায়। সুচারুরূপে অনুষ্ঠান শেষ হলেও, নাম না করে প্রায় সকলেই দুষলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। বৃহস্পতিবার দুপুর একটা থেকে দুটো পর্যন্ত ছিল লাভপুরের রায়বেঁশে নৃত্য। দুটোর পর ছৌ নৃত্যের সহযোগিতায় নাটক বিপন্ন পরিবেশ। বিকেল সাড়ে চারটায় কবি গান।
আরও পড়ুন-কাজ না করলে ব্যবস্থা নেবে দল: কড়া বার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর