কাজ না করলে ব্যবস্থা নেবে দল: কড়া বার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর

Must read

কলকাতা পুরসভার ১৪৪টির মধ্যে ১৩৪টি আসনই তৃণমূল কংগ্রেসের। এই বিপুল জয়ের পরেও দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, কাজ না করলে বা দলের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাজ করলে দল ব্যবস্থা নেবে বলে কড়া বার্তা দেন মমতা। তিনি স্পষ্ট বার্তা দেন, কোনও লবি করা যাবে না। একটাই লবি হবে সেটা তৃণমূল কংগ্রেস। তার উপরে মা-মাটি-মানুষ।

বৃহস্পতিবার, দুপুর দুটো নাগাদ মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানেই তিনি বলেন, ক্রেডিট দেখাতে গিয়ে কাউন্সিলররা (Councilor) এমন কিছু করবেন না যাতে দল বা সরকারকে ছোট করা হয়। যে টাকা তাঁরা খরচ করবেন, মনে রাখতে হবে সেটা জনগণের টাকা। এই টাকার প্রত্যেক পয়সার হিসেব রাখতে হবে- নির্দেশ মমতার।

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “আমি বকছি না। যাতে কাজ ভালো হয় সেটাই বলছি”। পাশাপাশি, তিনি নির্দেশ দেন, সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে এমন কিছু বলবেন না যাতে দলের ক্ষতি হয়। কারও কথার জবাব দিতে হলে, দলকে বলুন। দল থেকে তার প্রত্যোত্তুর দেওয়া হবে। “আমি কথা কম, কাজ বেশিতে বিশ্বাস করি। বিজেপি, সিপিএম বিবৃতি বেশি দেয়। এদের সঙ্গে আমাদের পার্থক্য আছে।”

আরও পড়ুন: অযোধ্যায় বিজেপির জমি কেলেঙ্কারি ফাঁস

সদ্য জয়ী কাউন্সিলরদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) কড়া বার্তা, “কোনও লবি করা যাবে না। আমাদের একটাই লবি সেটা তৃণমূল। তার উপরে মা-মাটি-মানুষ। অহংকারের জায়গা তৃণমূলে নেই। যত জিতব, তত নম্র হতে হবে। মাটির দিকে তাকিয়ে কাজ করতে হবে।” কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে ভাল কাজের নিরিখে প্রতিযোগিতার হোক- চান তৃমূল নেত্রী।

একই সঙ্গে রাজ্য রামধনু জোটের প্রসঙ্গ টেনে মমতা বলেন, কংগ্রেস-সিপিএম-বিজেপি একসাথে চলছে। জগাই-মাধাই-গদাইয়ের জোট হয়েছে। মেঘালয়ের (Meghalaya) ঘটনাই তার প্রমাণ বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

কলকাতা পুরভোট অত্যন্ত শান্তিপূর্ণভাবে করানোর জন্য পুলিশ-প্রশাসনকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, সারা দেশে এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। কেন্দ্রীয় বাহিনী এলে ভোটেও সন্ত্রাস হয়েছে। অথচ সেই দায় চাপানোর চেষ্টা করা হয়েছে রাজ্য সরকারের উপর।

Latest article