গরম পড়তেই বাড়ছে পক্স

শীত পুরোপুরি যায়নি। কখনও ঠান্ডা, কখনও গরম।

Must read

প্রতিবেদন : শীত পুরোপুরি যায়নি। কখনও ঠান্ডা, কখনও গরম। এই ঋতুবদলের মধ্যে বাড়ছে ভাইরাল ফিভার। সেইসঙ্গে হাম ও চিকেন পক্স। ইতিমধ্যেই বি সি রায় শিশু হাসপাতালে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে হামে। এর পাশাপাশি দেখা দিয়েছে চিকেন পক্স। গত দেড় মাসে বেলেঘাটা আইডি হাসপাতালে ১১ জন পক্সে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন-কার্পেটশিল্পের ক্লাস্টার মালদহে

যা গত বছরের তুলনায় বেশি। তাই রাজ্য স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ। খুব শীঘ্রই স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এজন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ জরুরি।

Latest article