কার্পেটশিল্পের ক্লাস্টার মালদহে

জেলার কার্পেট শিল্পীদের যাতে আর ভিন রাজ্যে কাজ করতে যেতে না হয়, তার ব্যবস্থা করছে রাজ্য সরকার।

Must read

সংবাদদাতা, মালদহ : জেলার কার্পেট শিল্পীদের যাতে আর ভিন রাজ্যে কাজ করতে যেতে না হয়, তার ব্যবস্থা করছে রাজ্য সরকার। মালদহে তৈরি হবে কার্পেট শিল্পের ক্লাস্টার। জেলার আর্থিক উন্নয়নের লক্ষ্যে মালদহে মেগা কার্পেট ক্লাস্টারে জোর জেলা প্রশাসনের। মালদহের ইংলিশবাজার ব্লকের অন্তর্গত সাতটারি গ্রামে কার্পেট কারখানাগুলি পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, ছিলেন জেলা শিল্প দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন-উত্তর জুড়ে উদযাপন পঞ্চানন বর্মার জন্মদিন

মালদহের ইংলিশবাজার ব্লকের সাতটারি এবং মানিকচক ব্লকের এনায়েতপুর, নূরপুর সহ মালদহ জেলায় মোট পাঁচ হাজারেরও বেশি কারিগর এই কার্পেট কাজের সঙ্গে যুক্ত। এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা জানান, বিগত ৫০ বছর থেকে এই কার্পেট তৈরির কাজের সঙ্গে যুক্ত। কিন্তু জেলায় এই কাজের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় তাঁদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। জেলায় কার্পেট ক্লাসটার এবং কোম্পানি তৈরি হলে তাঁরা উপকৃত হবেন এবং বাড়ি থেকেই এই কাজ করতে পারবেন। জেলাশাসক নীতিন সিংহানিয়া জনান, সমস্তরকম পরিকাঠামো এবং কৌশলগত দিক খতিয়ে দেখলাম। আগামী দিনে যাতে এই জেলার শ্রমিকদের ভিন রাজ্যে যেতে না হয় তার জন্য এই জেলাতেই একটি কার্পেট মেগা ক্লাস্টার তৈরির কাজ শুরু করেছি।

Latest article