প্রতিবেদন : আগামী বছরের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ২৩ নভেম্বরের ক্যাম্পে স্কুলগুলিকে দেওয়া হবে। প্রতিটি স্কুলকে আবশ্যিকভাবে ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি সংশ্লিষ্ট আঞ্চলিক দফতরে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বরের শংসাপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারের সব তথ্য এবার ওয়েবসাইটেই
যে পরীক্ষার্থী পূর্বে উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার পুনরায় প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ এবং শেষ হচ্ছে ২৭ মার্চ। ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।