সংবাদদাতা, জলপাইগুড়ি : আগামী ১৪ মার্চ জলপাইগুড়িতে প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে এই সভা অনুষ্ঠিত হবে। ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন টাউন ক্লাবের মাঠে এই সভা হবে। তার সভাকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব ময়নাগুড়িতে। জলপাইগুড়ি থেকেই লোকসভা নির্বাচনের নির্বাচনী সভা শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-সবংয়ে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র
ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে বেশ উন্মাদনা দেখা দিয়েছে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। কড়া পুলিশি প্রহরায় তার সভা মঞ্চ তৈরি হচ্ছে। মঞ্চের ঠিক পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড। সেখানে নেমে কিছুটা হেঁটে মঞ্চে উঠবেন তিনি। দলের প্রার্থীর সমর্থনে তিনি প্রচারে আসছেন। দলের জেলা নেতারা সভাস্থলে রীতিমতো ক্যাম্প করে দিনরাত পড়ে রয়েছেন সেখানে। এছাড়া তার সভার জন্য দলের নেতা-কর্মীদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে জেলাস্তর থেকে। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে সভাস্থল মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে হেলিপ্যাড তৈরি করাচ্ছেন। সভায় প্রায় এক লক্ষ লোকের সমাগম হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এখন শুধু তার আসার অপেক্ষা দলের নেতা কর্মীদের কাছে। ওই দিন সভায় এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী ভোকাল টনিক দেন সেই দিকেই তাকিয়ে জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব।