দুর্গাপুরে বিজেপির বহিরাগত তকমা ধুয়ে দিলেন আজাদ

বিজেপির রাজ্য নেতৃত্ব কীর্তি আজাদকে বহিরাগত তকমা দিয়েছেন।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বিজেপির রাজ্য নেতৃত্ব কীর্তি আজাদকে বহিরাগত তকমা দিয়েছেন। এ বিষয়ে কীর্তি বলেন, বি আর আম্বেদকরকে বাংলার মানুষই প্রথম সংসদে পাঠিয়েছিলেন, অটলবিহারী বাজপেয়ী বিজেপির হয়ে গোয়ালিয়র থেকে এবং লখনৌ থেকে জিতে সংসদে গিয়েছিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মাঠে নেমেছেন। আমি মানুষের সমস্যার কথা সংসদে তুলে ধরব। মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই বাংলায় এসেছি। লোকসভা ভোটে জিততে পারবে না জেনেই সিএএ চালু করেছেন নরেন্দ্র মোদি। বিভ্রান্তি ছড়াতে চাইছেন মানুষের মধ্যে। কিন্তু দিদি পাশে আছেন প্রতি মুহূর্তে।

আরও পড়ুন-অভিষেককে স্বাগত জানাতে ময়নাগুড়িতে চলছে প্রস্তুতি

মঙ্গলবার সাতসকালে দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পুজো দিলেন তিনি। মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগও করলেন। জোড়া ফুলে ছাপ দেওয়ার আবেদন জানালেন তাঁদের। এরপর তিনি যান ইস্পাত নগরীর বিধান ভবনের কর্মিসভায়

Latest article