বেলুড় মঠ পরিদর্শন রাষ্ট্রপতির

Must read

সোমে বঙ্গে পা রেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল নানান অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। ফের আজ মঙ্গলবার সকালই পৌঁছলেন বেলুড় মঠ। এদিন সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বেলুড় মঠে (Draupadi Murmu- Belur Math) পৌঁছন রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ-সহ অন্যরা।এদিন মঠে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং অরূপ রায়।

মঠে পৌঁছেই প্রথমে মূল মন্দিরে যান রাষ্ট্রপতি। এরপর সেখানে ব্যাটারিচালিত গাড়িতে করে বেলুড় মঠের (Draupadi Murmu- Belur Math) বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। স্বামী বিবেকানন্দের সভাঘর, তাঁর থাকার ঘর, সারদা মায়ের মন্দির-সহ বিভিন্ন জায়গায় যান তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় রামকৃষ্ণ, সারদা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বই, শাল, শাড়ি এবং প্রসাদ। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, মঠ পরিদর্শনের পর আপ্লুত রাষ্ট্রপতি।

আরও পড়ুন: রাহুলকাণ্ডে বিরোধী বৈঠকে তৃণমূল, প্রতিবাদ দিল্লিতে

দুদিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলুড় মঠ থেকে মঙ্গলবার তিনি পৌঁছন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৮০ বছর পূর্তির অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর সেখান থেকে কপ্টারে শান্তিনিকেতনে যান রাষ্ট্রপতি। আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

Latest article