তিলজলাকাণ্ড: অশান্তি ছড়ানোর জেরে ধৃত ২০

Must read

তিলজলাকাণ্ডে (Tiljala case) অশান্তি ছড়ানোর ঘটনায় পুলিশ গ্রেফতার করল ২০ জনকে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় আর কারা জড়িত, তার খোঁজ পেতে আশেপাশের এলাকাগুলির সিসি ক্যামেরার ফুটেজ দেখছে তিলজলা থানার পুলিশ। উল্লেখ্য, রবিবার তিলজলার একটি আবাসনে ৭ বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার জেরে সোমবার বন্দেল গেট, পিকনিক গার্ডেন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।

আরও পড়ুন: কঙ্কাল সুশান্তর নয়া কীর্তি! পরিবার জুড়ে সরকারি চাকরি

তিনজলায় (Tiljala case) শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, রবিবার বাড়ি থেকে বেরিয়ে আবাসনের নীচে আবর্জনা ফেলতে যায় নাবালিকা। সেই সময় তাকে দোতলার ফ্ল্যাটে টেনে-হিঁচড়ে নিয়ে যায় প্রতিবেশী অলোক কুমার। শিশুটির হাত-পা-মুখ বেঁধে যৌন নির্যাতন চালানো হয়। তার পর শিশুটির গলা কেটে খুন করা হয়। রবিবার সন্ধেয় ফ্ল্যাট থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এরপরেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়তে থাকে এলাকায়।

Latest article